গিনেস বুকে বাংলাদেশের আলিফ-ফয়সাল

আলিফ আলাউদ্দীন ও কাজী ফয়সাল আহমেদ রকিং থাউজেন্ডে ২৫০০ সংগীতশিল্পীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি, রকিং থাউজেন্ড, বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড পারফরম্যান্স অনুষ্ঠান যা এবার দুবাইতে অনুষ্ঠিত হয়।

২০১৫ সালে ইতালিতে এই আসর হয়েছিল। সে বছর ১০০০ শিল্পী অংশ নেন। কিন্তু, চলতি বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এবারের আসরে অংশ নেন ৭৯টি দেশের ২৫০০ শিল্পী। যার ফলে আয়োজনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কণ্ঠশিল্পী আলিফ ও লিড গিটারিস্ট ফয়সাল।

আলিফ বলেন, সমবেত সংগীতের গুরুত্বপূর্ণ দিক হলো, সবার কণ্ঠ ও সংগীত একসঙ্গে মিলতে হবে। এর প্রতিটি নোট স্ক্যান করা হয়। দেড় মাস চারটি গান টানা অনুশীলন করেছি আমরা। তারপর অনলাইনে ভিডিওটি পাঠাই। পুরো আয়োজনটি হয়েছে এবার অনলাইনে। এতো এতো দেশের সঙ্গে বাংলাদেশের নাম দেখে খুবই ভালো লেগেছে।'

আলিফ ও ফয়সাল দম্পতি, এরই মধ্যে অনলাইনে তাদের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। গ্লোবাল ভিলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //