সুস্থ হয়ে বাসায় ফিরলেন জুয়েল আইচ

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর বাসায় ফিরেছেন জাদুশিল্পী জুয়েল আইচ। 

১৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা দেড়টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। 

জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েলের কভিড-১৯ নেগেটিভ রিপোর্ট আগেই এসেছে। এরপরও চিকিৎসকেরা তাকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখেন। অবশেষে আজ চিকিৎসকেরা বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। 

তিনি বলেন, শরীর যদিও কিছুটা দুর্বল, কিন্তু জুয়েল পুরোপুরি সুস্থ। খাওয়া-দাওয়া স্বাভাবিক।

৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। শুরুতে গুরুত্ব না দিলেও পরে জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কভিড-১৯ পরীক্ষা করান, পাশাপাশি বুকের সিটি স্ক্যান করান। পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি কভিড-১৯ পজিটিভ। তার ফুসফুসও সংক্রমিত হয়। 

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচ। তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচকে ভর্তি হতে হয় হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //