বলিউড-হলিউড ২০২০

বছরের শুরুতে বড় পর্দা সরগরম থাকলেও ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মগুলো দখল করে নেয় সে জায়গা। বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঝুঁকেছে ডিজিটাল প্ল্যাটফর্মে।

বলিউড

বছরের শুরুর দিকে বলিউডে ছাপাক, তানহাজি: দ্য আনসাং ওয়ারিওর, বাঘি ৩, থাপ্পড়, লাভ আজ-কাল, আংরেজি মিডিয়াম প্রভৃতি ছবি মুক্তি পায়। এরপরই লকডাউনে বন্ধ হয়ে যায় সিনেমা হলগুলো। নভেম্বর পর্যন্ত সিনেমাশূন্য কাটে বলিউডের বক্স-অফিস। হল খুললেও মাত্র পঞ্চাশ ভাগ দর্শকের জন্য ব্যবস্থার নির্দেশনা আসে। তার মাঝেই মুক্তি পায় সুরজ মঙ্গল ভারী, ইন্দু কি জওয়ানি। বড় ছবিগুলোর মুক্তি স্থগিত হয়ে গেছে। ওটিটিতেও নজর দিয়েছে কেউ কেউ। 

অজয় দেবগন, সাইফ আলি খান, কাজল, নেহা শর্মা প্রমুখ অভিনীত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিওর’ ছিল বক্স অফিসের সবচেয়ে ব্যবসা সফল ছবি। ছবিটি পরিচালনা করেন ওম রাউত। তাপসী পান্নু অভিনীত অনুভব সিনহার ‘থাপ্পড়’ বছরের অন্যতম আলোচিত ছবি। এ ছবিতে সুখী দম্পতির ছবিতেও যে দাগ থাকে তা তুলে ধরা হয়েছে। প্রশংসিত হয়েছেন তাপসী।

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জানভি কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’ আলোচনায় ছিল মুক্তির প্রথমেই। ভারতের প্রথম মহিলা কমব্যাট পাইলটের জীবনভিত্তিক ছবিটি জানভির বলিউড যাত্রা সুগম করেছে বলা যায়। মেঘনা গুলজারের ‘ছাপাক’ ছবিতে একজন এসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেন দীপিকা পাডুকোন। এ ছবিটিও সমালোচকদের প্রশংসা কুড়ায়। 


নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লুডো’ তৃপ্তি দিয়েছে দর্শকদের। এ ছবিতে অভিনয় করেন আদিত্য রয় কাপুর, অভিষেক বচ্চন, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ। ছবিটি নিয়ে আলোচনা ছিল নেটিজেনদের মাঝে। অতি প্রাকৃতিক থ্রিলার ‘বুলবুল’ মন জয় করে নেটিজেনদের। রাহুল বোস, পাওলি দাম অভিনীত ছবিটি মুক্তি পায় নেটফ্লিক্সে। ছবির প্রযোজক আনুশকা শর্মা। ছবির কাহিনি গড়ে উঠেছে গত শতকের ভারতীয় রূপকথার ওপর ভিত্তি করে। 

ইরফান খানের শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ নিয়ে আগ্রহী ছিলেন সকল সিনেপ্রেমী। হোমি আদজানিয়া পরিচালিত ছবিটিতে কম ইংরেজি জানা একজন বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। ছবিতে তার কন্যার ভূমিকায় ছিলেন রাধিকা মেনন। মনোজ বাজপেয়ি, ফাতিমা সানা শেখ ও দিলজিত দোসাঞ্জ অভিনীত ‘সুরজ পে মঙ্গল ভারী’ আলোচনায় ছিল। কমেডি ঘরানার ছবিটি দর্শককে তৃপ্তি দিয়েছে সন্দেহ নেই। অলঙ্কৃতা শ্রীবাস্তবের ‘ডলি কিটি অওর ওহ চামাকতে সিতারে’ কমেডি ছবি হিসেবে আলোচিত হয়েছে। কঙ্কনা সেন শর্মা, ভূমি পাডনেকার দুই বোনের চরিত্রে অভিনয় করেন এখানে। সাইফ আলি খান, টাবু অভিনীত ‘জওয়ানি জানেমান’ ছবিটি খুব সফল না হলেও ফ্লপ বলা যায় না। এ ছবিতে আরো ছিলেন আলিয়া ফার্নিচারওয়ালা।

ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবিতে জুটি বাঁধেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান। মোহিত সুরির ‘মালাং’ ছবিতে অভিনয় করেন আদিত্য রয় কাপুর, দিশা পাটানি, কুনাল খেমু, শ্রদ্ধা কাপুর প্রমুখ। এ ছবিটিও ছিল আলোচিত। আহমেদ খানের ‘বাঘি ৩’ সাফল্য পায়নি প্রত্যাশামাফিক। এ ছবিতে অভিনয় করেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি প্রমুখ। সবমিলিয়ে বলিউডের বছর কেটেছে মোটামুটি। পর্দায় দেখা যায়নি শাহরুখ খান, আমির খান ও সালমান খানের মতো বড় তারকাদের। 

হলিউড


করোনার প্রকোপ ছিল হলিউডেও। তার মাঝেই দর্শকদের পছন্দের তালিকায় উঠে পড়ে কিছু ছবি। অস্কার বিজয়ী কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’ মুক্তি পায় বছরের শুরুতেই। ছবিটি পরিচালনা করেন বং জুন হো। 

‘নাইন্টিন সেভেনটিন’ ছবিটি মুক্তি পায় বছরের শুরুতে। অ্যান্ড্রু স্কট, বেনেডিক্ট কামবারবাচ অভিনীত ছবিটি পরিচালনা করেন স্যাম মেন্ডেজ। ছবিটির পটভূমি প্রথম বিশ্বযুদ্ধ। ছবিটি ৭৩তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালনাসহ  সাতটি বিভাগে পুরস্কৃত হয়। ক্রিস্টোফার নোলানের সাই-ফাই ছবি ‘টেনেট’ সাড়া ফেলে দর্শকের মাঝে। ছবিতে অভিনয় করেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন প্রমুখ।

হলিউডের অন্যান্য আলোচিত ছবির মধ্যে রয়েছে দ্য আউটপোস্ট, অনওয়ার্ড, দ্য ইনভিজিবল ম্যান, লিটল উইম্যান, বার্ডস অব প্রে, ওয়ান্ডার উইম্যান ১৯৮৪ ইত্যাদি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //