সড়ক দুর্ঘটনায় চিত্রগ্রাহক রাহাতের মৃত্যু

সড়ক দুর্ঘটনার প্রাণ গেল তরুণ চিত্রগ্রাহক অনিমেষ রাহাতের।

আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে নিজের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাহাতের সহকর্মী চিত্রগ্রাহক ইসমাইল হোসেন লিটন।

এদিকে রাহাতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রখ্যাত চিত্রগ্রাহক রাশেদ জামান। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘ঝরে গেল আরো একটি উত্তাল তারুণ্য। অসম্ভব ভদ্র এই ছেলেটি কঠিন পরিশ্রম করে নিজের চেষ্টায় ক্যামেরা সহকারী থেকে স্টেডিক্যাম অপারেটর হয়েছিল। কিছুদিন আগে এসেছিল দেখা করতে। ওর ডেমো রিল এবং স্টেডিক্যাম দেখাতে। আমাকে এই করোনাকালেও কতবার ফোন দিয়েছে, তার নানা স্বপ্ন ও ইচ্ছার কথা শোনাতে। তার পরিবারের, বন্ধুদের, সহকর্মীদের, আমাদের সবার অনেক ক্ষতি হয়ে গেল। ’

চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির, নঈম ইমতিয়াজ নেয়ামুল, শিহাব শাহিনসহ অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অনিমেষ রাহাত কলকাতায় এসকে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সেখান থেকে দেশে ফিরে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। এরপর স্টেডিক্যাম নিয়ে কাজ করেন তিনি। বেশকিছু চলচ্চিত্রে তিনি স্টেডিক্যাম চালিয়েছেন। সে তালিকায় রয়েছে- ‘ডুব’, 'নবাব এল এল বি', ‘গাঙচিল’, ‘মুক্তি’সহ বেশকিছু সিনেমায়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //