ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ঘটনায় নোরা ফাতেহির প্রতিবাদ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জন। আহত হয়েছেন আরো ৩৯০ ফিলিস্তিনি।

দেশটির এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর সংহতি জানাচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের নৃত্যশিল্পী নোরা ফাতেহি।


সম্প্রতি ইনস্টাগ্রামে তার স্টোরিতে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেন নোরা। সেসব ছবির মাধ্যমে ফিলিস্তিনের শেখ জাররাহের পূর্বভাগে যে অন্যায় ঘটছে তার প্রতিবাদ জানান তিনি।

তিনি তার সমস্ত অনুরাগীদের ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতার জন্য দাঁড়ানোর আহ্বান জানান।

ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ প্রতিবাদে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানান তিনি।

নোরা সবশেষ স্টোরিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই সহিংসতার ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদদের আহ্বান জানান।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //