পাকিস্তানি সিরিয়ালে ‘আমার পরান যাহা চায়’!

সীমানা ছাড়ায় রবীন্দ্র সংগীত। এ আর নতুন কথা কি! কবেই তো তা ভারত ও বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে তা ছড়িয়ে গিয়েছে গোটা বিশ্বে। কিন্তু তাই বলে পাকিস্তানে?

যে পাকিস্তান ১৯৬১ সালে রবীন্দ্রকবিতা ও গান নিষিদ্ধ করেছিল। যে সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান গর্জে উঠেছিল। পরে বাংলাদেশের মুক্তিসংগ্রামের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের গান। 

সময় বদলেছে। সময় বদলের প্রতীক হিসাবে সেই পাকিস্তানের সিরিয়ালে ব্যবহার করা হলো রবীন্দ্র সংগীত, ‘আমার পরান যাহা চায়’। আর এই ঘটনার কথা সামনে আসার পরই নেটমাধ্যমে হইচই পড়ে গেছে।

এই ভিডিওটি প্রথম শেয়ার করেছিলেন পাকিস্তানের পরিচালক মেহরিন জাব্বার। তিনিই ‘দিল কেয়া করে’ নামের সিরিয়ালের পরিচালক, যেখানে এই রবীন্দ্র সংগীতটি ব্যবহার করা হয়েছে। 

তিনি জানিয়েছেন, ‘ছপাক’ খ্যাত অভিনেত্রী ও গায়িকা শর্বরী দেশপান্ডে গানটি গেয়েছেন। আর ধারাবাহিকের প্রধান চরিত্রের নামও দিয়েছেন তিনি। তারা হলেন- ফিরোজ খান, ইয়ামনা জেইদি, মরিয়াম নাফিজ ও জেইন বেগ। ইনস্টাগ্রাম ও ফেসবুকে তিনি তা শেয়ার করেন।

খুবই উল্লেখযোগ্য হলো, এখানে রবীন্দ্র সংগীতটি বাংলাতেই নেয়া হয়েছে। এরপর তা টুইটার-ফেসবুকে ঘুরতে থাকে। শুরু হয়ে যায় আলোচনা। ভিডিওতে দেখা যাচ্ছে, চারজন চরিত্র সোফায় বসে আছেন। একজন নারী চরিত্র গানটি গাইছেন। অন্যরা মুগ্ধভাবে শুনছেন।

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী মনে করেন, যে পাকিস্তানি পরিচালক রবীন্দ্র সংগীত ব্যবহার করেছেন, তিনি খুব স্বাভাবিক কাজ করেছেন। 

তিনি বলেন, তাকে আলাদা করে বাহবা দিচ্ছি না। রবীন্দ্রনাথ বাঙালি বা ভারতীয় নন। তিনি গোটা পৃথিবীর। রবীন্দ্রনাথের গান পাকিস্তানের সিরিয়ালে ব্যবহার হওয়াটাই স্বাভাবিক। পাকিস্তানের সাথে অন্য যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়- কূটনৈতিক, খেলার বা সামরিক, সেগুলোই অস্বাভাবিক। - ডয়চে ভেলে


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //