ধর্ষণের অভিযোগে গ্রেফতার কে-পপ তারকা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় কে-পপ তারকা ক্রিস উ। তিনি বলিউড অভিনেত্রী দীপিকার সঙ্গে হলিউডের একটি সিনেমাতেও অভিনয় করেছেন।

কানাডার নাগরিক ক্রিসকে চীনের রাজধানী বেইজিং থেকে গ্রেফতার করা হয়েছে।

বেইজিং পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, কম বয়সী মেয়েদেরকে ফাঁসিয়ে যৌন সম্পর্ক স্থাপনের জন্য প্রতারণার অভিযোগ ছিল ক্রিসের বিরুদ্ধে। কানাডায় থাকলেও জন্মসূত্রে তিনি চীনের বাসিন্দা।

পুলিশ আরও বলছে, গত জুলাই মাসে এক চীনা ছাত্রী এই পপ তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। জোর করে মদ খাইয়ে সঙ্গম স্থাপন করেন।

ওই তরুণীর অভিযোগ, মিউজিক ভিডিওতে কাজ দেয়ার কথা বলেছিলেন ক্রিস। পরে কাজ দেননি। বরং নানা প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করেছেন।

বর্তমানে পুলিশ হেফাজতে আছেন ক্রিস। এই বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। এই ঘটনায় চীনে অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

দোষ প্রমাণিত হলে চীনের আইন অনুযায়ী কঠিন শাস্তি পেতে হতে পারে ক্রিস উ কে।

পোরশে এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছা দূত ছিলেন এই পপ তারকা। ধর্ষণের অভিযোগ ওঠার পর তার সঙ্গে সেই চুক্তি বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //