জন্মদিনে ‘সুবর্ণ নট’ অভিধায় ভূষিত নূর

দেশের সাংস্কৃতিক অঙ্গনে শ্রদ্ধেয় অভিনেতা, রাজনীতিক এমপি আসাদুজ্জামান নূর। গতকাল রবিবার (৩১ অক্টোবর) তার ৭৫তম জন্মদিনে বাংলা নাটকের ‘সুবর্ণ নট’ অভিধায় ভূষিত হন তিনি। 

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন, শিল্পের শক্তি অসীম, সেই শক্তি দিয়ে নতুন প্রজন্মকে প্রকৃত বাঙালি করে গড়ে তুলতে হবে।

ফুল, রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছিল জাতীয় নাট্যশালা। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় অনুষ্ঠান। এতে অংশ নেন নৃত্যসংগঠন স্পন্দনের শিল্পীরা। ‘তোমারি হোক জয়’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন ৭৫ জয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক অনুপম সেন।

সব শিল্পী ও সাংস্কৃতিক কর্মীর পক্ষ থেকে তার হাতে তুলে দেয়া হয় পুষ্পস্তবক। পরে তাকে বঙ্গবন্ধুর আদর্শের পোশাক পরিয়ে দেন কবি কামাল চৌধুরী ও সাংসদ অসীম কুমার উকিল। উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি।

সম্মিলিতভাবে আবৃত্তিকর্মীরা সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন। এরপর আসাদুজ্জামান নূরকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উদ্‌যাপন কমিটির সদস্যসচিব গোলাম কুদ্দুছ স্বাগত বক্তব্য দেন।

শংসাবচন পাঠ করেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘তোমার ছায়া বিস্তৃত হয় চুয়ান্ন হাজার বর্গমাইলের মানুষের বুকের ভেতর, যে বুকে থাকে দুঃখ-বেদনার কাব্য। মঞ্চ থেকে জনারণ্যে ক্রমশ তুমি বর্ধিত হতে হতে যুগপৎ শিল্প ও রাজনীতির জমিনে মহিরুহসম চিরসবুজ বৃক্ষ আজ! হে বাংলা নাটকের সুবর্ণ নট, তোমাকে সাধুবাদ জানাই।’

প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তার বক্তব্যে আসাদুজ্জামান নূরকে আমাদের সংস্কৃতি অঙ্গনের জীবন্ত কিংবদন্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আসাদুজ্জামান নূরের মতো মানুষের কোনো বিকল্প নেই। তিনি তাঁর কর্মময় শতায়ু কামনা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক অনুপম সেন বলেন, সংস্কৃতি অঙ্গনে আসাদুজ্জামান নূরের অবস্থান যথার্থই সোনার মতো উজ্জ্বল। চারপাশের ঘনায়মান অন্ধকার তিনি তার উজ্জ্বলতা দিয়ে দূর করেছেন। তার মতো মানুষই জাতিকে এগিয়ে নেন।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান, সাংবাদিক ও কথাশিল্পী আনিসুল হক। সঞ্চালনা করেন উদ্‌যাপন পরিষদের যুগ্ম সচিব আহকাম উল্লাহ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //