মার্চে মুক্তি পাচ্ছে মোশাররফ-পরীর ‘মুখোশ’

মোশাররফ করিম ও পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ৪ মার্চ। তার আগে ১৮ ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে ট্রেলার।

করোনার বিপরীতে দাঁড়িয়ে একটু একটু করে চলচ্চিত্রের শুটিং করেছেন পরিচালক ইফতেখার শুভ। শুটিং শেষ হওয়ার পর আনকাট ছাড়পত্র পেয়েছিলেন চলতি বছরের ১৭ জানুয়ারি। তবে করোনার ঊর্ধ্বগতির জন্য ছবিটি প্রেক্ষাগৃহে তোলা হয়নি।

‘মুখোশ’ মুক্তির বিষয়ে পরিচালক প্ল্যান করলেন, ২১ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে তুলতে। পারলেন না তখনও। এলো করোনার নতুন ঢেউ ওমিক্রন। বন্ধ হলো প্রেক্ষাগৃহ। অবশেষে সিদ্ধান্ত হলো ৪ মার্চ ‘মুখোশ পর্দায় উঠবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্মাতা-প্রযোজক শুভ এই সিদ্ধান্তটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ‘যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণ হার এক বা দেড় পার্সেন্ট কমছে, সে হিসাবে এ মাসের শেষ নাগাদ এই হার ৫%-এর নিচে নেমে আসবে। সেই হিসাব করেই তারিখটি চূড়ান্ত করেছি।’

‘মুখোশ’-এ আরো অভিনয় করেছেন রোশান, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ। 

ইফতেখার শুভর ‘পেইজ নাম্বার ৪ ‘ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মিত হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //