জায়েদ খানের বিরুদ্ধে ‘ছলনা’র অভিযোগ ইলিয়াস কাঞ্চনের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে ‘ছলনা’র অভিযোগ তুলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। আজ সোমবার (৭ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসিতে) এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে একথা বলেন ইলিয়াস কাঞ্চন।

শপথ নেওয়ার জন্য জায়েদ এমন অসত্যের আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন কাঞ্চন। আর ছলনা করায় তার শপথ বাতিল করা হয়েছে।

এ অভিনেতার ভাষ্য, ‘শুক্রবার (৪ মার্চ) শপথের দিন জায়েদ আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওইদিন আমাকে দেয়নি। পরে গড়িমসি করে রবিবার (৬ মার্চ) কাগজটি পেয়েছি। কিন্তু কয়েকদিন আগে (২ মার্চে) যে রায় হয়েছে সেটির কাগজ নয় এটি, এটা গত ৯ ফেব্রুয়ারির। এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন।’

বিষয়টি ধোঁকার সঙ্গে তুলনা করে কাঞ্চন আরও বলেন, ‘যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে ছলনার আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন; সেহেতু তার শপথ আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাতিল হয়ে গিয়েছে।’

এছাড়া ছলনার আশ্রয় নেওয়ায় তার বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান এ অভিনেতা।

শিল্পী সমিতির সভাপতি আরও বলেন, ‘শপথের দিন সমিতির নিয়ম অনুযায়ী কমিটির ৭ জন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়, কিন্তু জায়েদ খানের শপথ বাতিল হওয়ায় ঔদিনের কোরাম অপূর্ণ থেকে গেল; তাই ওই মিটিংও বাতিল হয়ে গেছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //