প্রায় তিন লাখ টাকা খরচ করে বার্সেলোনার ডিজাইনার রু ডি সেইন তৈরি করা গাউন পরে সম্প্রতি এক মডেল বিয়ে করেছেন। কিন্তু সেই পোশাক পরে র্যাম্পে হাঁটতে গিয়ে বিতর্কের মুখে পড়েন ওই মডেল। ওই গাউন নাকি বিয়ের পোশাকের পরিবর্তে ফুলশয্যার পোশাক হয়ে গিয়েছে। এ নিয়ে ডিজাইনার ও মডেল উভয়ে কটাক্ষের শিকার হয়েছেন।
দুধসাদা কাপড়ের উপর হাতে কাজ করা ওই গাউন এতটাই স্বচ্ছ যে, তা পরিধানের পর কনের শরীর স্পষ্ট দেখা যায়। ওই পোশাক পরে বিয়ে করার কারণে ওই মডেল ইন্টারনেটে ট্রলের শিকারও হয়েছেন।
সম্প্রতি ‘ওয়েডিংস ইউনিয়ন’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ হয়েছে ওই মডেলের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, এমন বিয়ের পোশাক কার চাই?
কিন্তু মডেলের ছবি পোস্ট হতেই ‘কমেন্ট’-এর ছড়াছড়ি। কেউ লিখেছেন, ‘গাউনটা সুন্দর। কিন্তু বিয়েতে নয়, ফুলশয্যার জন্য উপযুক্ত।’ কেউ সরাসরি রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার ফ্যাশন ডিজাইনারকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করেছেন। তবু কয়েক হাজার মানুষ ইতিমধ্যে ওই ছবিটি পছন্দ করেছেন। ছবিটি বিভিন্ন নেটমাধ্যমে শেয়ারও হচ্ছে খুব।
বিষয় : বার্সেলোনা ফুলশয্যা রু ডি সেইন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh