এবার ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি!

বলিউডের সেনসেশন নোরা ফাতেহি প্রথমবারের মতো ঢাকা আসছেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসবেন তিনি। 

সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন হালের জনপ্রিয় এই আইটেম গার্ল। ইতোমধ্যে তার ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

নোরা ফাতেহি। ছবি: ইনস্টাগ্রাম

মূলত ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা। যদিও তার ঢাকায় আসার দিন-তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

মরক্কোন বংশোদ্ভূত নোরার জন্ম কানাডায়। সেখানে কেটেছে শৈশব। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার। ২০১৪ সালে বলিউডে কাজ শুরু করেন তিনি। সে বছর কাজ শুরু করলেও এর বছর চারেক পর ২০১৮ সালে ‘সত্যমে জয়ন্তি’ সিনেমায় ‘দিলবার’ শিরোনামের গানে নেচে সবার নজর কাড়েন নোরা। গানটি নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল। 

নোরা ফাতেহি। ছবি: ইনস্টাগ্রাম

এরপর ‘সাকি সাকি’, ‘ড্যান্স মেরি রানি’ ও ‘গারমি’সহ দর্শক মাতানো বেশ কিছু গানে পারফর্ম করেছেন তিনি।

নোরা ফাতেহি। ছবি: ইনস্টাগ্রাম

শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবিতেও দর্শক মাতাচ্ছেন নোরা। একাধারে কাজ করছেন তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা, মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতেও নিয়মিত মুখ এই মরক্কোন সুন্দরী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //