অভিনয়ে ফিরছেন তিশা

দু বছরের দীর্ঘ বিরতি শেষে আবারো অভিনয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

ব্যক্তিগত ফেসবুক পেজে ফেরার খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

নুসরাত ইমরোজ তিশা। 

নব্বইয়ের দশকের শেষ ভাগে শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় অভিনয় শুরু করেন নুসরাত ইমরোজ তিশা। এরপর টেলিভিশন, বড় পর্দা আর বিজ্ঞাপনে নিজেকে সফলভাবে তুলে ধরেছেন তিনি। দুই বছর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। নতুন কোনো কাজের সাথে এ সময় যুক্ত ছিলেন না তিনি। তবে এবার ছোট একটি কাজ দিয়ে ফিরছেন তিনি।


অভিনয়ের প্রতি ভালোবাসা আর দীর্ঘ বিরতির কারণে ক্যামেরা মিস করার বিষয়টি জানিয়েছেন তিনি। এ নিয়ে তিশা বলেন, ‘ক্যামেরার সামনে আমি সবচেয়ে আনন্দে থাকি। অনেক দিন, অনেক সপ্তাহ, অনেক মাস ক্যামেরার সামনে থাকা মিস করেছি। আস্তে আস্তে ইলহামও বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ।’

তিশা কাজে থাকলে বাবার সাথেই মেয়ে ইলহামের সময় কাটে। তিনি বলেন, ‘আমি কাজে বের হলে সে বাবার সাথে থাকতে পারে! সেজন্য আবার কাজ শুরু করেছি, অল্প অল্প করে। প্রথমে কয়েকটা বিজ্ঞাপনের কাজ করছি! কিছুদিনের মধ্যে বড় কিছু কাজের খবর পাবেন, ইনশাআল্লাহ।’

নুসরাত ইমরোজ তিশা। 

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘পারাপার’-এ অভিনয় করেছিলেন তিশা। সেই থেকে তাদের চেনাজানা। ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন দুজন। ২০২২ সালের ৫ জানুয়ারি তিশা-ফারুকী দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র কন্যা ইলহাম নুসরাত ফারুকী। 

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। এতে নাম ভূমিকায় দেখা যাবে তিশাকে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপুসহ অনেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //