বাংলাদেশে বলিউড সিনেমা ‘পাঠান’ প্রদর্শনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানা সমালোচনা শুরু হয়েছে। বিদেশি ভাষার সিনেমা আমদানির অভিযোগ তুলে অনেক বিতর্কও উঠেছে ইতোমধ্যে। তবে বিদেশি সিনেমা প্রদর্শনে শিল্পী সমিতির কোনো আপত্তি নেই বলে জানা গেছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে বিদেশি ভাষার সিনেমা আমদানি বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভার পর জানানো হয়, যেকোনো দেশের সিনেমা বাংলাদেশে মুক্তিতে শিল্পী সমিতির কোনো আপত্তি নেই।
এ বিষয়ে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য অভিনেতা রিয়াজ আহমেদ বলেন, আমাদের সিনেমা হল বাঁচাতে বিদেশি সিনেমা আসুক। শুধু ‘পাঠান’ নয়, অন্যান্য আরো সিনেমা আসুক। বিদেশি সিনেমা যেন শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি দেওয়া হয় এই বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সিনিয়র শিল্পীরা মতামত দিয়েছেন। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। বাকি কাজ মন্ত্রণালয়ের।
উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তির আবেদন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট। অন্যদিকে আগামী ২ জুন শাহরুখ খান অভিনীত আরেকটি সিনেমা ‘জওয়ান’ নামে মুক্তি পাচ্ছে। ওই সিনেমাটি বাংলাদেশে মুক্তি লাভের অনুমতি পাবে কনিা সেই প্রশ্নও অনেকের মনে উঠেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বাংলাদেশ বিনোদন বলিউড চলচ্চিত্র শিল্পী সমিতি অ্যাকশন কাট
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh