মধ্যরাতে থানায় গিয়েও মামলা দায়ের হলো না
কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য গতকাল শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে গুলশান থানায় যান চিত্রনায়ক শাকিব খান। তবে পুলিশ তার মামলা নেয়নি। তাই এবার আদালতে মামলা করার ঘোষণা দিয়েছেন এই চিত্রনায়ক। এদিন তিনি তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানা থেকে বের হয়ে সাংবাদিকদের শাকিব খান বলেন, রহমত উল্লাহ সিনেমার ঘাড়ে বন্দুক রেখে টাকা দাবি করেছেন। আজ রবিবার (১৯ মার্চ) তার বিরুদ্ধে আদালতে মামলা করবেন তিনি।
শাকিব খান বলেন, রহমত উল্লাহ নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন। কিন্তু তিনি আসলে সিনেমার আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এ বিষয়ে জড়িত। তারা তাকে ইন্ধন দিয়েছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ পুরোপুরি মিথ্যা। রহমতউল্লাহ বার বার বলছেন, আমার টাকা দিয়ে দিক। টাকা দিলে আমি অভিযোগ তুলে নিব। কিসের টাকা সে চাইছে?
তিনি বলেন, ‘আমাকে থানা পরামর্শ দিয়েছে যে এই মামলাগুলো যদি কোর্টে করেন তাহলে আরও ভালো হয়। যেহেতু উনারা পরামর্শ দিয়েছেন সেহেতু আমি রবিবার কোর্টে যাবো। কোর্টে গিয়ে এটা ফেস করবো।’
রবিবার কোর্টে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে আগামীকাল যাবো। অবশ্যই যাবো, ইনশাআল্লাহ।
শাকিব খানের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট খাইরুল বলেন, অস্ট্রেলিয়াতে যে মামলাটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে তদন্ত হয়েছে। শাকিব যদি দোষী প্রমাণিত হতেন তাহলে কেস শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশে আসতে পারতেন না। যদি গ্রেপ্তার হতেন অবশ্যই নিউজ পেতেন। নারীঘটিত কেলেঙ্কারি করতেন তাহলে গ্রেপ্তার ছাড়া এদেশে আসতে পারতেন না। আপনারা এ সংবাদ নিশ্চয়ই পাননি। এ সংবাদ সম্পূর্ণ ভুয়া এবং সাজানো। অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করার পর শাকিবকে বলেন, ‘মিস্টার খান, দিস ইজ এ হানি ট্র্যাপ, সো বি অ্যাওয়ার ইউরসেলফ ফ্রম দেম।’
তিনি বলেন, একটা চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তার কাছ থেকে অসৎ উপায়ে কিছু টাকা নেয়ার উদ্দেশে এবং তার কিছু ব্যক্তিগত ইস্যুকে পুঁজি করে মিডিয়াতে বিভিন্ন রকমের কুৎসা রটিয়ে যাচ্ছে। আমরা এ জিনিসটি অবগত করতে থানায় এসেছি। আমরা আজ পেনাল কোডের ৩৮৫ ধারায় আদালতে একটি অভিযোগ দায়ের করব। যদি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা যায় সেটাও করব।
উল্লেখ্য, গত ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে চলচ্চিত্রের তিন সমিতিতে অভিযোগ করেন ‘অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে শাকিব গ্রেপ্তারও হয়েছিলেন। শাকিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করেছে এবং প্রয়োজনে এ সম্পর্কিত নথি তিনি সরবরাহ করবেন।
তার ওই অভিযোগে শাকিবের ঠিক সময়ে শুটিংয়ে না আসা, ব্যয়বহুল যৌনাচার আর নারী সহপ্রযোজককে ধর্ষণের বিস্তারিত তথ্যও উল্লেখ করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh