হ্যাকারের সন্ধান পেয়েছেন হিরো আলম

হ্যাক হওয়া ব্যক্তিগত ফেসবুক আইডি ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তবে এখনো তার আটটি আইডি হ্যাকারদের দখলে থাকায় এখনই স্বস্তি পাচ্ছেন না।

হিরো আলম জানান, হ্যাক হওয়া ৯টি আইডির মধ্যে ‘আশরাফুল হোসেন আলম’ নামে একটি ফেসবুক আইডি ফেরত পেয়েছেন। আইডিটি উদ্ধার হওয়ায় তিনি ডিবি প্রধানের প্রতি কৃতজ্ঞ।

হিরো আলমের দাবি, দেশের বাইরে থেকে ‘মিঞা আসকর’ নামের এক ব্যক্তি তার আইডিগুলো হ্যাক করেছেন। তার (হিরো আলম) সঙ্গে ওই ব্যক্তির কোনো শত্রুতা নেই। 

এর আগে গতকাল মঙ্গলবার (২ মে) দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি বলেন, আমার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামসহ ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //