হিজাব ছাড়া পোস্টার প্রকাশ করায় ইরানে চলচ্চিত্র উৎসব বন্ধ

একটি চলচ্চিত্র উৎসব বন্ধ ঘোষণা করে দিয়েছে ইরান। কারণ হিসেবে বলা হয়েছে, উৎসবের জন্য প্রচারিত পোস্টারে অভিনেত্রীর যে ছবি ব্যবহার করা হয়েছে তাতে কোনো হিজাব নেই। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলচ্চিত্র উৎসবটির আয়োজন করেছিল ইরানীয়ান শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) নামে একটি সংস্থা। তারা আসন্ন চলচ্চিত্র উৎসবের জন্য ১৯৮২ সালের একটি চলচ্চিত্রের অভিনেত্রী সুসান তাসলিমির একটি হিজাব ছাড়া ছবি তাদের পোস্টারে ব্যবহার করেছিল। সিনেমাটির নাম ছিল, ‘ডেথ অব ইয়াজ্‌দগার্দ’।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আইন লঙ্ঘন করে পোস্টারে হিজাববিহীন নারীর ছবি ব্যবহার করায় আইএসএফএ চলচ্চিত্র উৎসবের ১৩তম আসরকে নিষিদ্ধ করার জন্য সংস্কৃতিমন্ত্রী ব্যক্তিগতভাবে নির্দেশ জারি করেছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ ১৯৮৩ সালে নারীদের জন্য বাধ্যতামূলকভাবে হিজাব পরার আইন জারি করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //