বিয়ে করছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

অনলাইন ভিত্তিক শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল' এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ে করতে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর  রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছে টেন মিনিটস স্কুল।

শিক্ষার্থী ও তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয় দুই তারকা শিক্ষকের মধ্যে সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিলো।

তবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। টেন মিনিটস স্কুলের হটলাইন নম্বরে ফোন করে ছড়িয়ে পড়া বিয়ের কার্ড সম্পর্কে জানতে চাওয়া হলে কাস্টমার এক্সিকিউটিভ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //