১২ দিনব্যাপী আয়োজিত দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩- এর সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উৎসবের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা ও উৎসব পর্ষদের প্রচার উপ-পরিষদের আহ্বায়ক মীর জাহিদ হাসান। সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন পর্ষদ সচিব আকতারুজ্জামান।
শেষ দিন বাউল গানের মূর্ছনায় উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস বাফা প্রযোজনায় নৃত্যনাট্য নকশীকাঁথার মাঠ পরিবেশিত হয়েছে। এর নাট্যরূপ দিয়েছেন এ কে এম মুজতবা। নৃত্য পরিকল্পনা ও কোরিওগ্রাফি করেছেন জি এ মান্নান। এটি নির্দেশনা দিয়েছেন রাহিজা খানম ঝুনু ।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলা থিয়েটার প্রযোজনায় নীলদর্পন মঞ্চস্থ হয়েছে। এটি রচনা করেছেন। দীনবন্ধু মিত্র। নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
উল্লেখ্য, জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে বাকশিল্পাঙ্গনের প্রযোজনায় আবৃত্তি সবার উপরে মানুষ সত্য এবং উঠোন সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠানের প্রযোজনায় গীতিআলেখ্য সবার উপরে মানুষ সত্য পরিবেশিত হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব সমাপনী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh