ডন হয়ে আসছেন আসিফ

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে নতুন নতুনভাবে দর্শক-শ্রোতাদের সামনে উপস্থাপন করছেন তিনি। এর মধ্যে বলিউডের সিনেমার গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি হিন্দি গানে তাকে পাওয়া যাবে বলে জানা যায়।

এদিকে এ তারকা ঈদে দর্শক-শ্রোতাদের সামনে ডন হয়ে আসছেন। আগামী ১৭ জুন বিকেল ৪টায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লাস্ট ডন’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সংগীত পরিচালনায় জাভেদ আহমেদ কিসলু। এখানে নতুনরূপে তাকে দেখা যাবে বলে জানান শিল্পী।

তার ভাষ্য, একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচারসহ মানব পাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি ‘দ্য লাস্ট ডন’। গানটি গাওয়ার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। স্যুট-প্যান্টের সঙ্গে টাই। ব্লেজারের পকেটে বড় আকারের একটি গোলাপ ফুল। চোখে সানগ্লাস। চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রাখা। হাতে ভারী অস্ত্র।

কণ্ঠশিল্পী আসিফ আকবর এমন ডন রূপে হাজির হচ্ছেন মিউজিক্যাল ফিল্মে। এটির গল্প ভাবনা শিল্পীর নিজেরই। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। এর আগে এ নির্মাতা ২০১৭ সালে আসিফ আকবরকে মডেল হিসেবে তুলে ধরে তারই গাওয়া ‘আগুন’ গানের ভিডিও নির্মাণ করেন। তার মতে, এটি ভিডিওর নতুন বাজার তৈরিতে সহায়ক হয়েছিল। নতুন মিউজিক্যাল ফিল্ম আরেকটি উদাহরণ স্থাপন করবে বলে তিনি আশাবাদী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //