গত চার বছর ধরে প্রকাশ্যে তার দেখা নেই জনপ্রিয় চিত্রনায়িকা পপির। তবে মাঝে দুই বছর আগে একবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এক ভিডিও বার্তায় তিনি দেখা দেন। কিন্তু সে সময় তিনি কোথায় আছেন, কেনো আত্মগোপনে গেছেন এসবের কিছু জানাননি।
অনেকে জানান, পপি বিয়ে করে সংসারী হয়েছেন। তাই আর সিনেমার মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে চান না।
এদিকে অবশেষে এবার দেখা মিলবে অভিনেত্রীর। বাস্তবে নয়, সিনেমার পর্দায় দর্শক তাকে দেখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবিটি। এর আগে বেশ কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় ছবিটি। এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানান সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী।
পরিচালক বলেন, ‘বছরখানেক আগেই সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। মুক্তির জন্য উপলক্ষ খুঁজছিলাম। কিন্তু কোনোভাবেই সবকিছু মেলাতে পারছিলাম না। এর মধ্যে ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে ছবিটি মুক্তি দেব। তা আর হচ্ছে না। একাই সবকিছু করতে হবে এখন।’
‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। এতে পপির বিপরীতে আছেন আমিন খান। ছবিতে আরও অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলা প্রমুখ। ২০১৯ সালে পপি অভিনীত শেষ ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh