বন্যার্তদের পাশে শোবিজ তারকারা

কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়িসহ দেশের বেশ কয়েকটি অঞ্চল বিপর্যস্ত। বন্যার্তদের সাহায্যে সাধারণ মানুষের সঙ্গে শোবিজ অঙ্গনের তারকারাও এগিয়ে এসেছেন।

ভয়াবহ বন্যায় মানুষের পাশে থাকতে চালু করা হয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তারা জানিয়েছে, ‘বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে তাদের ফাউন্ডেশনের সহযোগিতা।’ 

কণ্ঠশিল্পী সালমা এ সময় তার রেকর্ডিং করা গানের অর্থ পুরোটাই বন্যার্তদের সাহায্যার্থে দিচ্ছেন। তিনি জানান, ‘এই খারাপ পরিস্থিতি চলাকালে যতগুলো কাজ করবেন সবগুলোর পারিশ্রমিক যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষদের কল্যাণ তহবিলে।’ 

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও। ছোটপর্দার পরিচালকের একটি দলের সঙ্গে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নির্মাতাদের এ দলে ছিলেন সকাল আহমেদ, ইমেল হক, তুহিন হোসেন, রাফাত রিংকু, রাসেল আহমেদ, মোহন আহমেদ, বিশ্বজিৎ দত্ত। শনিবার বেলা তিনটায় অভিনেত্রীসহ নির্মাতারা সবাই মিলে বন্যার্তদের জন্য খাবার, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন। 

বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে থেকে বেশ প্রশংসা কুড়ান জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এবার একই রকমভাবে বন্যার্ত মানুষের পাশেও দাঁড়ালেন তিনি। বন্যাদুর্গতদের জন্য দুই মাসের আয় দেওয়ার কথা জানান অভিনেতা। ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে এ কথা জানান তিনি। মিডিয়ায় কাজ করা অন্য শিল্পীদেরও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সিয়ামের স্ত্রী অবন্তীও নিজের এক মাসের আয় দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। 

চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই সহায়তার হাত বাড়িয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কুমিল্লা ও ফেনীতে ট্রাকে করে তার টিম ত্রাণ বিতরণ করেছে। নৌকায় করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। ডিপজল জানিয়েছেন, যতদিন প্রয়োজন, ততদিন বন্যার্তদের পাশে থাকবেন তিনি। 

বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে নেতৃত্ব দিচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার নেতৃত্বে অভিনেত্রীর দাতব্য সংস্থা ‘হাসি ফাউন্ডেশন’-এর সাতজনের একটি স্বেচ্ছাসেবক দল কুমিল্লায় বন্যার্তদের মধ্যে খাবার, ওরস্যালাইন, পানি, ওষুধ বিতরণ করে। মেহজাবীন বন্যার্তদের সাহায্যার্থে শুধু অর্থই অনুদান দেননি, বরং তার স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বার্তা দিয়ে সহযোগিতা করছেন। 

গত বুধবার অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুভা তিশার নেতৃত্বে আটজনের একটি দল যায় নোয়াখালীর মাইজদীতে। শিশু খাবার থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য খাবার, ওষুধ নিয়ে যান। স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে ক্যাম্প করেন। দলে দলে ভাগ হয়ে ত্রাণ নিয়ে নিজেরাই নৌকা নিয়ে গ্রামগুলোতে ত্রাণ বিতরণ করেন।

এদিকে বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শুক্রবার আয়োজন করা হয়েছিল ‘জরুরি সংযোগ’ শিরোনামের কনসার্ট। এতে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, এফ মাইনর, অর্ঘদেব, কৃষ্ণকলি, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন। বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই আয়োজন। বিনা পারিশ্রমিকে শিল্পীরা এই কনসার্টে পারফর্ম করেন। এর সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন তারা সংগ্রহ করেছেন ৮ লাখেরও বেশি টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //