৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চলছে ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতালির ভেনিস শহরে পর্দা উঠছে উৎসবটির। উৎসব শুরু হয়েছে গত ২৮ আগস্ট। উৎসবে প্রতিদিন প্রদর্শনী হচ্ছে নতুন সিনেমার, তারকারা হাঁটছেন রেড কার্পেটে। অতিমারি, হলিউডের ক্রু মেম্বারদের ধর্মঘট ও নানা বিপর্যয় কাটিয়ে নতুন করেই যেন ফিরল ভেনিস। সেই সঙ্গে ফিরলেন তারকারাও।‘

মারিয়া’ সিনেমা নিয়ে এবারের আসরে হাজির হন অ্যাঞ্জেলিনা জোলি। ৪৯ বয়সী অভিনেত্রীকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়। ‘মারিয়া’ সিনেমা প্রদর্শনীর আগে লালগালিচায় হাঁটেন অ্যাঞ্জেলিনা জোলি। পরে সিনেমাটির প্রিমিয়ার হয়। চিলিয়ান নির্মাতা প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে বানিয়েছেন সিনেমাটি। এতে মারিয়ার চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। প্রিমিয়ার শেষে ৮ মিনিট স্ট্যান্ডিং অভেশন পান।

চলতি বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২১টি সিনেমা। যার মধ্যে রয়েছে প্রখ্যাত সব নির্মাতার সিনেমা। এখন এটাই দেখার পালা শেষ পর্যন্ত কার হাতে ওঠে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন (স্বর্ণসিংহ)। এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে টড ফিলিপস নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘জোকার : ফলি আ ডিউ’। আগামী ৪ অক্টোবর হলে মুক্তির আগে ভেনিস উৎসবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটি।

অনেকের ধারণা, টড ফিলিপসের হাতেও উঠতে পারে স্বর্ণসিংহ। অন্যদিকে পিছিয়ে নেই আলোচিত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনো। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে তার নতুন সিনেমা ‘কুইয়ার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। এ ছাড়া স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। ৭ সেপ্টেম্বর পর্যন্ত উৎসব চলবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //