সংগীতশিল্পী পারসা মাহজাবীন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন তিনিও। তবে তার অস্ত্র ছিল গান। মেধা শহীদদের নিয়ে ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান করে কাঁদিয়েছিলেন গোটা জাতিকে। অনেক গুণী মানুষ তার গান শুনেছেন, শেয়ার দিয়েছেন ও মন্তব্য করেছেন। তবে এত কিছু আশা করে পারসা গানটি প্রকাশ করেননি বলে জানান।
তিনি আরও বলেন, ‘অধিকাংশ মানুষ মন্তব্যের ঘরে লিখেছেন গানটি শুনে তারা কেঁদেছেন। মানুষকে কাঁদাতে পারব চিন্তাই করিনি।’ সবার মতো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় পারসা আন্দোলনে সঙ্গে যোগ দেন। অবশেষে সেই আন্দোলন সফল হয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জন্ম হয়।
পারসার ভাষ্য, ‘নতুন বাংলাদেশে প্রত্যাশা অনেক। তবে রাতারাতি কিছু পাব না এটাও জানি। গত ১৫ বছরে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। এগুলো কাটিয়ে উঠতে ও ঘুরে দাঁড়াতে সময় লাগবে। আমি চাই দল মত নির্বিশেষে সবাই দেশকে গড়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’
শিক্ষার্থীদের হয়ে সুর তোলায় কোনো ঝামেলা পড়তে হয়েছিল? এ প্রসঙ্গে পারসা বলেন, ‘আমাদের পরিবারে মুক্তিযোদ্ধা আছেন। এমনকি আমার বাবা সব সময় প্রতিবাদী ছিলেন। এ রকম সাহসী পরিবার দেখেই হয়তো খুব একটা সমস্যা হয়নি। অনেকে বলেন আমিও বাবার মতোই হয়েছি। কেউ কেউ গানটি নামিয়ে ফেলার জন্য বলেছিল। কিন্তু আমি সেটি করিনি। আমি তাদের বলেছি আমার গানে রাষ্ট্রদ্রোহী কিছু নেই।’
এদিকে নতুন বাংলাদেশে কাজেও ফিরেছেন এ গ্ল্যামারকন্যা। এরই মধ্যে ‘যদি তুমি আমার হতে’ শিরোনামের একটি মৌলিক গান প্রকাশ করেছেন তিনি। তার নিজের কথা ও সুরেই গানটি প্রকাশ হয়েছে। তিনি জানান, সামনে নাটকেও দেখা যাবে তাকে। সিনেমা থেকেও প্রস্তাব এসেছে তার।
অভিনয়ের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিনয়ের ক্ষেত্রে পথটা বুঝেশুনে চলতে চাই। অভিনয়ের অনেক কিছুই শেখা বাকি। তিন বছর বয়স থেকে গান করি। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে একেবারেই নতুন। ফেব্রুয়ারি মাসে আমার অভিষেক। আরেকটু শিখে নামতে চাই। গান, মডেলিং, অভিনয় সব ক্ষেত্রেই কাজ করতে চাই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh