ওটিটি প্ল্যাটফরমে আসছে ইমন অভিনীত ওয়েব ফিল্ম ‘মায়া’। আগামী ৩০ সেপ্টেম্বর বিঞ্জ অ্যাপে মুক্তি পাচ্ছে এটি। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ইতোমধ্যে অবমুক্ত হয়েছে এর পোস্টার ও টিজার।
এতে রাহান চরিত্রে অভিনয় করেছেন ইমন। চরিত্রের প্রয়োজনে তাকে চুল ছোট করতে হয়েছে। এ অভিনেতাকে এর আগে এভাবে দেখা যায়নি! এখানে তাকে নতুন আঙ্গিকে পাওয়া যাবে। অন্যদিকে ‘মায়া’র মাধ্যমে প্রথমবার আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় কাজ করেছেন ইমন। ‘তুফান’ দিয়ে দেশ-বিদেশে ঝড় তোলার পর রাফীর এই কনটেন্ট প্রকাশ্যে আসছে। তার কাজ বলেই ইমন বেশ আশাবাদী। তার বিশ্বাস, কনটেন্টটি দর্শকদের মন জয় করবে।
ইমন আরও বলেন, ‘ভালো-মন্দ মিলিয়ে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। দেখা হলে অনেকেই বলেন, যদি একটু বেছে কাজ করতাম! আমিও আফসোস করি, আসলেই নির্মাতাদের মন জোগাতে গিয়ে যদি সব ছবিতে অভিনয় না করতাম তাহলে ক্যারিয়ার আরও উন্নত হতো। যা-ই হোক, অনলাইন প্ল্যাটফরম আসার পর সিদ্ধান্ত নিয়েছিলাম, ভালো কোনো নির্মাতা, গল্প না পেলে কাজ করব না। অবশেষে রায়হান রাফীর ডাক পেলাম।’ ‘মায়া’ ওয়েব ফিল্মের ট্যাগলাইন রাখা হয়েছে ‘সকলই ফুরায়ে যায়, যায় না মায়া’। এতে আরও আছেন অভিনেত্রী সারিকা সাবরিন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, হারুন রশিদ, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ওটিটিতে মায়া অভিনেতা ইমন বিনোদন মায়া
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh