যা কিছু ভালো তার সঙ্গে নিশাত প্রিয়ম

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম নিশাত প্রিয়ম। তবে তিনি সমসাময়িকদের মতো স্রোতের জোয়ারে ভাসেন না। বেছে বেছে কাজ করেন অভিনেত্রী, যা কিছু ভালো তা-ই নিয়েই চলেন পথ তিনি। 

সম্প্রতি কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাইলে সাম্প্রতিক দেশকালকে প্রিয়ম বলেন, বর্তমানে মাছরাঙা টেলিভিশনের জন্য ‘সিটি লাইফ’ নামে একটি সিরিয়ালে কাজ করছি। বিশ পর্ব পর্যন্ত প্রচার হয়েছে। এটা নিয়েই ব্যস্ততা। এ ছাড়া কিছু ওয়েব সিরিজেও কাজ করেছি। তবে এখন সে সম্পর্কে বলা বারণ। সময় হলে বলব।

তুলনামূলকভাবে কাজ কম করার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এর বিশেষ কোনো কারণ নেই। আমি সবসময়ই একটু গল্পনির্ভর কাজ করার চেষ্টা করি। দেখা যায় যে, গল্প ভালো লাগলে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এর বাইরে না। এ কারণেই হয়তো আমার কাজের পরিমাণটা একটু কম।’ 


একজন অভিনয়শিল্পীকে চরিত্রের কারণে বিভিন্ন পরিবেশে কাজ করতে হয়। এক্ষেত্রে মানিয়ে নেওয়ার একটি ব্যাপার থাকে। এ প্রসঙ্গে  প্রিয়মের ভাষ্য- ‘এটা আসলেই চ্যালেঞ্জের। আমরা যারা শিল্পী যারা কাজ করছি তাদের সব ধরনের পরিবেশেই আমাদের কাজ করতে হয়। যেহেতু চরিত্রের ওপরই জোর দিয়ে থাকি এবং কাজটাকেই প্রাধান্য দেওয়া হয়; সেহেতু বিভিন্ন চরিত্রে নিজেকে তৈরি করে নিই। অনেক সময় খাপ খাইয়ে নিতে কিংবা কাজ করতে কষ্ট হয়ে যায়; কিন্তু কিছু করার থাকে না। কারণ কাজ তো কাজই। আমরা যদি কষ্ট করি, দিনশেষে একটি ভালো ফল আসবে। এ কারণে কাজটাই তখন মাথায় থাকে। যত কষ্টই হোক, সেটাকে কষ্ট বলে মনে হয় না।’


পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন খাতে সংস্কার হচ্ছে। বিনোদন অঙ্গনেও এর ছোঁয়া লেগেছে। এটি নিয়ে প্রিয়ম বলেন,  ‘আমি আশাবাদী পরিবর্তন হবে। আমাদের কাজের জায়গাটা আগেও সুন্দর ছিল এখনও ভালো আছে। আগে এক সরকারের তত্ত্বাবধানে দেশ ছিল। এখন সরকার চেঞ্জ হয়েছে। কিছুটা অস্থিরতা থাকবেই; কিন্তু আমি আশা করি আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু আমাদের কাজের জায়গা নয় প্রত্যেক খাতেই এখন কিছুটা অস্থিরতা চলছে। আশা রাখি, আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সবাই সুন্দরভাবে কাজ করতে পারব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh