বিনোদন রিপোর্টার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫১ পিএম
৭ মার্চের পক্ষে কথা বলার কারণে ‘দালাল’ উপাধি পেতে হলেও আপত্তি নেই বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা
মেহের আফরোজ শাওন। একই সঙ্গে এ অভিনেত্রী অন্তবর্তীকালীন সরকার দিবস বাতিলের যে সিদ্ধান্ত
নিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানান।
ঐতিহাসিক ৭ মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে ফেসবুক আইডিতে শাওন লেখেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম।’
শাওন আরও লেখেন, ‘কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসাবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’
৭ মার্চের পক্ষে কথা বলার কারণে ‘দালাল’ উপাধি পেতে হলেও আপত্তি নেই বলে জানিয়েছেন শাওন। তিনি লিখেছেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘দালাল’ উপাধি পেতে হয়, তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’শাওনের পেস্টের কমেন্টস বক্সে
অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
লিপি মৌসুমী নামের একজন লেখেন ‘আমিও দালাল’। মো: আবদুল
আওয়াল নামের একজন লেখেন, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের দালাল। জয় বাংলা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মেহের আফরোজ মাওন সরকার বিনোদন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh