আসছে ‘সেকশন ৩০২’

টিভি নাটক ও সিনেমার বাইরে দর্শকের এখন চোখ থাকে ওটিটিতে। প্রতি সপ্তাহে এখানে মুক্তি পাচ্ছে নতুন কনটেন্ট। ১৮ অক্টোবর আসছে বঙ্গ অরিজিনাল ‘সেকশন ৩০২’।

এদিন দেখা যাবে প্রকল্পটির প্রথম পর্ব ‘আয়নামহল’। ‘অদ্ভুত এক রহস্যের জালে জড়িয়ে গেছে অনেক জীবন। কে সত্য, কে মিথ্যা?’ নতুন ওয়েব কনটেন্ট ‘সেকশন ৩০২’-এর 

পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এমন ক্যাপশন। এটি নির্মাণ করেছেন রিয়াদ মাহমুদ।

নির্মাতা বলেন, ‘এটা মূলত মার্ডার মিস্ট্রি ধাঁচের গল্প হলেও কমেডি আছে। যা দর্শকের কাছে প্রকল্পটিকে আরও উপভোগ্য করে তুলবে। শেষ পর্যন্ত দেখার আগে আপনি কখনোই জানবেন না কে আসল অপরাধী। এ ছাড়া এখানে অভিনয়শিল্পীদেরও নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকরা।’

শাহাজাদা শাহেদের গল্প ও চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার, নীল হুরেজাহান, নিশাত প্রিয়ম, জিল্লুর রহমান প্রমুখ। কনটেন্টটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর।

তিনি বলেন, “আমি ‘মনির’ নামে এক শিক্ষিত তরুণের চরিত্র করেছি, যে চাকরি পাচ্ছে না; বাধ্য হয়ে ডেলিভারি বয়ের চাকরি করে। হঠাৎই সে জড়িয়ে পড়ে এক উটকো ঝামেলায়। ধীরে ধীরে গল্পে আসে আরও নতুন নতুন চরিত্র। শেষ পর্যন্ত কী হয় ছেলেটির জীবনে- এমন গল্প দর্শককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে।” 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh