লাক খারাপ লাকীর
লিয়াকত আলী লাকীকে অবশেষে বহিষ্কার করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। শুক্রবার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে লাকীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সভাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে।
এছাড়া অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে
ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটিও করা হয়েছে।
ছয় বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান
পদ আঁকড়ে ছিলেন লাকি। ২০১৮ সালে ফেডারেশনের ২৩তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে সভাপতি
নির্বাচিত হন লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) লিয়াকত আলী লাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত
হন ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ।
তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করার কথা থাকলেও লাকী নির্বাচন
না দিয়ে সাড়ে ছয় বছর ধরে পদ দখলে রাখেন। ফেডারেশনের মেয়াদ উত্তীর্ণ কমিটির ‘স্বেচ্ছাচারিতা,
অগঠনতান্ত্রিক ও অবৈধ কার্যক্রমের অভিযোগ তুলে গত বছর 'সাধারণ নাট্যকর্মীবৃন্দ' নামে
একটি প্ল্যাটফর্ম থেকে লাকীর পদত্যাগের দাবিতে আন্দোলনেও নামেন থিয়েটারকর্মীরা।
কিন্তু লাকী তাতে কর্ণপাত না করে বরং অগ্রজ নাট্যজনদের নিয়েও
নেতিবাচক মন্তব্য করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ আগস্ট জাতীয় শিল্পকলার
মহাপরিচালকের পদ ছাড়েন লাকী। তবে ফেডারেশন থেকে পদত্যাগ করেননি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh