বিয়ে করবেন বাঁধন!

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গেল কয়েক বছর ক্যারিয়ারের বেশ সুসময় পার করছেন তিনি। ‘রেহনুমা মরিয়ম নূর’ সিনেমার কল্যানে বদলে গেল তার গতিপথ। দেশের বাইরেও কাজ করেছেন তিনি। কলকাতা ও হলিউডের সিনেমায় দর্শকের কাছে বেশ প্রশংসা কুড়ান অভিনেত্রী।

ক্যারিয়ারের বাইরে এ অভিনেত্রী সিঙ্গেল মাদার। তবে এখন জীবনসঙ্গী খুঁজছেন বলে জানান তিনি। একদেড় বছর ধরে জীবনসঙ্গীর কথা চিন্তা করছেন অভিনেত্রী।

কেমন জীবনসঙ্গী চান সেটিও বলেন তিনি। তার ভাষ্য,জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।’

তিনি আরও বলেন, ‘এত বছর আমি চিন্তা করিনি। সম্ভবত এখন আমি চিন্তা করছি। কেননা, একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নাই। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’

হঠাৎ বিয়ের পরিকল্পনা সামনে আনার কোনো বিশেষ কারণ আছে কি? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিশেষ কোনো কারণ নেই। ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। এ বয়সে আমি অন্য রকম একটা জীবন লাভ করছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে।’

এদিকে খুব শিগগিরই ‘এশা মার্ডার’ ছবির বাকি অংশের শুটিং শুরু করবেন বাঁধন।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh