বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের জরুরি সংবাদ সম্মেলন চলাকালে বাইরে বিশৃঙ্খলার অভিযোগে শনিবার (৯ নভেম্বর) তাদের আটক করা হয় বলে জানা যায়।
আটককৃতরা হলেন- মহিউদ্দিন (৩৪) ও রাসেল হৃদয় (৪২)।
জানা গেছে, একদল ব্যক্তির বিক্ষোভের মুখে ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ হওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ করছিলেন নাট্যকর্মীরা।
প্রতিবাদ সভায় বহিরাগতের হামলায় কয়েকজন নাট্যকর্মী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে আজ শনিবার সংবাদ জরুরি সম্মেলনের ডাক দেওয়া হয়। ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল সেই সময় শিল্পকলা বাইরে কিছু লোক বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এসময় পুলিশ দুইজনকে আটক করে।
পুলিশ জানায়, শিল্পকলার ভেতরে যখন বাংলাদেশ গ্রুপ থিয়েটার
ফেডারেশনের সংবাদ সম্মেলন চলছিল সেই সময় গেটের বাই কিছু যুবক অবস্থান নেয়।
এ সময় তারা বিশৃঙ্খলার চেষ্টা করলে শিল্পকলার গেট থেকে মহিউদ্দিন
ও রাসেল নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নিত্যপূরাণ শিল্পকলা একাডেমি আটক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh