#WeAreNahid হ্যাশট্যাগে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ নিয়েছেন আন্দোলনের নেতাকর্মী এবং শোবিজ ইন্ডাস্ট্রির তারকা, নাট্য নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটররা।
বিভিন্ন মাধ্যমে দেখা গেছে, নাহিদ ইসলামের বিরুদ্ধে কিছু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছেন। সেসব রুখে দেয়ার জন্যই সোশ্যাল মিডিয়ায় #WeAreNahid হ্যাশট্যাগটি ব্যবহার করা হচ্ছে।
এ অবস্থায় উপদেষ্টা নাহিদ ইসলামকে সমর্থন করে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের। তিনি পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লিখেছেন, এই যে যা ইচ্ছা তাই এখন বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সবকিছু শেয়ার করতে পারছো। প্রশ্ন করতে পারছো। এটা ভুলে যেও না। জীবনের কোনো দিন পারো নাই। এই প্রথম পারছো, ভুলে যেও না।
তিনি লিখেছেন, অভিযোগ করো, অবশ্যই করবে। কেন করবে না। কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না। অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে নাহিদকে আমি চিনিও না, জানিও না। কিন্তু আমি খুব ভালো করে জানি, আমি বা আমরা কয়েক শ’ মানুষ এখনো বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকতো না এখন। যা অস্বীকার করার কোনো উপায় নেই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh