ওটিটিতে আসছে ‘নয়নতারা বিয়ন্ড দ্য ফেইরি টেল’

দক্ষিণি সিনেমা মূলত পুরুষপ্রধান হলেও তামিল, তেলুগু ও মালয়ালম ইন্ডাস্ট্রিতে নয়নতারা হয়ে উঠেছেন একাই একশো। দক্ষিণি ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন তিনি। এই লেডি সুপারস্টারের উত্থানের গল্প বলবে নেটফ্লিক্স। নয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছেন এই ওটিটি জায়ান্ট। ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে।

আগামী ১৮ নভেম্বর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে সিনেমাটি। নেটফ্লিক্স সিনেমাটির পোস্টার শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে লাল গালিচায় দাঁড়িয়ে নয়নতারা পেছন ফিরে তাকিয়ে আছেন, আর তার ছবি তুলছেন পাপারাজ্জিরা। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পর্দা এবং বাস্তব জীবনের এক তারকা।’

এক ঘণ্টা একুশ মিনিটের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গৌতম বাসুদেব মেনন। এই তথ্যচিত্রের মাধ্যমে দর্শক নয়নতারার জীবনের অজানা দিক এবং ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানতে পারবেন। অভিনেত্রীর শৈশব, তার চলচ্চিত্রে প্রবেশ এবং সেই সঙ্গে সফলতার পথে আসা চ্যালেঞ্জগুলোও দেখা যাবে। পেশাদার জীবনের পাশাপাশি দেখা যাবে প্রেমের গল্প এবং তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক। নয়নতারা-ভিগনেশের বিয়ের কিছু অদেখা দৃশ্য দেখা যাবে এই তথ্যচিত্রে। নয়নতারা-ভিগনেশকে নিয়ে মানুষের জানার আগ্রহ রয়েছে। কীভাবে চলচ্চিত্র জগতের এই দুটি মানুষ কাছাকাছি এলেন, কীভাবে তারা সব সংকটে একে অপরের পাশে থাকলেন, কীভাবে সেই সম্পর্ক বিয়ের পিঁড়িতে গড়াল-সবটাই গল্পের মতো দেখতে পাবে দর্শক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh