বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা ‘পথের পাঁচালী’
অবলম্বনে কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। ১৯৫৫ সালে এতে দুর্গা চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি
পেয়েছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। ১৮ নভেম্বর সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেত্রী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। উমা দাশগুশের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারা গভীর শোক প্রকাশ করেছেন।
‘পথের পাঁচালী’র দুর্গা
চরিত্রে উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত
শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। তিনি যে স্কুলে
পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। আর
সেই শিক্ষকের সুবাদেই তিনি আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর ‘দুর্গা’ উমা
দাশগুপ্তকে। তবে উমার বাবা একেবারেই চাননি সিনেদুনিয়ায় আসুক তাঁর মেয়ে। পরে উমার
পরিবারকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন খোদ পরিচালক সত্যজিৎ রায়।
মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন
উমা। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে ছিলেন ‘অপু’র দিদি ‘দুর্গা’।
কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাকে আর পর্দায় দেখা
যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : উমা দাশগুপ্ত পথের পাঁচালী সত্যজিৎ রায়
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh