নয়নতারাকে আইনি নোটিশ

দক্ষিণী তারকা নয়নতারা। তামিল, তেলেগু ও মালয়ালম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হয়ে উঠেছেন একাই এক শ। এই লেডি সুপারস্টারের জীবনকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি। গত ১৮ নভেম্বর নেটফ্লিক্সে প্রিমিয়ার হয় সিনেমাটি। এক ঘণ্টা একুশ মিনিটের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গৌতম বাসুদেব মেনন।

এদিকে নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠালেন অভিনেতা ধানুশ। ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে তিন সেকেন্ডের জন্য ধানুশ প্রযোজিত সিনেমা ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করায় এ নোটিশ পাঠানো হয়। নানুম নানুম রাউডি ধন (২০১৫) একটি তামিল ভাষার রোমান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র, যা ভিগনেশ শিবান পরিচালিত। এটি ধানুশের ওয়ান্ডারবার ফিল্মসের অধীনে প্রযোজিত হয়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় শেঠুপতি ও নয়নতারা। ধানুশের দাবি, নয়নতারা তার অনুমতি না নিয়েই এই সিনেমাটির ক্লিপিং ব্যবহার করেছেন। বিনা অনুমতিতে ওই সিনেমার ক্লিপিং ব্যবহার করার অপরাধে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান অভিনেতা।


আইনি নোটিশ পাওয়ার পরেই রবিবার একটি খোলা চিঠিতে ধানুশের উদ্দেশে নয়নতারা লেখেন, ‘আপনি নিজেকে যতটা মহান দেখান ততটা একেবারেই নন। ছবি প্রচারের সময় আপনি নিজের আসল রূপ লুকিয়ে রাখেন। আপনি নিজেকে সহজ-সরল অনুরাগীদের সামনে যেভাবে তুলে ধরেন, আদতে আপনি একেবারেই তেমন নন। এই আইনি বার্তা তারই প্রমাণ।’


নয়নতারার এই পোস্টে রীতিমতো সাপোর্ট করেছেন ধানুশের ছয় মহিলা কো-স্টার। নয়নতারার পোস্ট রিপোর্ট করেছেন ধানুশের সহ-অভিনেত্রী পার্বতী থিরুভোথু। অনুপমা পরমেশ্বর, যিনি ২০১৬ সালে ধানুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন, তিনিও নয়নতারার এই পোস্টে লাইক দিয়েছেন। এ ছাড়া কমল হাসানের কন্যা শ্রুতি হাসান, ঐশ্বর্য লক্ষ্মী, নাজারিয়া ফাহেদ, গৌরি জি কিষানও নয়নতারার পোস্টে লাইক দিয়েছেন এবং অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh