‘মার্ক্স ইন সোহো’ নাটকের ৫ প্রদর্শনী

কার্ল মার্ক্সের মৃত্যুর প্রায় দেড় শ বছর পেরিয়ে গেছে; কিন্তু এখনো তার ভাবনা প্রাসঙ্গিক। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে ‘মার্ক্স ইন সোহো’ নাটকে। পাঁচটি প্রদর্শনী নিয়ে আবারও মঞ্চে আসছে এটি। নাট্যদল বটতলা ও যাত্রীকের এই যৌথ প্রযোজনা পর পর তিন দিন দেখা যাবে ঢাকার মঞ্চে। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এই আয়োজন। ২৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় একটি প্রদর্শনী এবং ২৯ ও ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় পর পর দুটি করে প্রদর্শনী রয়েছে এ নাটকের।

এতে অভিনয় করছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা। সংগীত, সেট ও দৃশ্য পরিকল্পনায় নায়লা আজাদ। কোরিওগ্রাফি নায়লা আজাদ ও উম্মে হাবিবা। সংগীত প্রয়োগে ইভা আফরোজ খান, পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ। বটতলার ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে প্রদর্শনীর অগ্রিম টিকিট। শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শ্রেণির টিকিটে থাকছে ৫০ শতাংশ ছাড়।

প্রখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত ‘মার্ক্স ইন সোহো’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন জাভেদ হুসেন, নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে।

নির্দেশক জানিয়েছেন, কার্ল মার্ক্স ঊনবিংশ শতাব্দী থেকে আজও মানুষের সমাজের ইতিহাস ও রাজনীতিকে নানাভাবে প্রভাবিত করে চলেছেন। হাওয়ার্ড জিন এ নাটকে কার্ল মার্ক্সের দৈনন্দিন প্রেম বা খেদের ভেতর দিয়ে সত্যিকারের একজন মানবিক স্বাপ্নিক দ্রষ্টার ছবি এঁকেছেন। এর পেছনে জিনের মূল উদ্দেশ্য কিন্তু মার্ক্স নন, বরং মার্ক্সের চিন্তা বা বিশ্লেষণ। দেড় শ বছর পেরিয়ে এসেও কতটা প্রাসঙ্গিক ও জরুরি সেসব চিন্তা, সেটা দেখানোই জিনের উদ্দেশ্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh