বড়দিনে অপূর্বর চমক

ছোট পর্দার তারকা অপূর্ব। টিভি নাটকের রাজত্ব পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও ঝলক দেখিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস নামের একটি সিনেমায় তাকে দেখা যায়। এই ছবি মুক্তির পর আরও অনেক পরিচালক তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন।

কিন্তু কোনো সিনেমায়ই অভিনয়ের খবরে পাওয়া যায়নি তাকে। অবশেষে গত বছর ওপার বাংলার একটি সিনেমায় শুটিং শুরু করেন তিনি। শুটিং শেষে এখন মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির নামচালচিত্র সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। যে পোস্টার দেখে চমকে উঠেছেন অপূর্ব ভক্তরা। যে পোস্টারে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক অন্যরকম আবহে। যার মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবেচালচিত্র

সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন, ‘গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।

এই সিনেমায় অপূর্বর সঙ্গে রয়েছেন টলিউডের নামজাদা সব অভিনেতারা- টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

২৪ নভেম্বর সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেইজ থেকে অপূর্বর লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।চালচিত্রপরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh