সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্চ কমিটি গঠন

সিনেমা নির্মাণ ও কর্মশালা পরিচালনার জন্য আট চলচ্চিত্র নির্মাতাকে বাছাই করতে সার্চ কমিটি গঠনের কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সার্চ কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা। এছাড়া বেসরকারি খাত থেকে বিশেষজ্ঞ হিসেবে আছেন সাহিত্যিক ও গণযোগাযোগ শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র পরিচালক তানিম নূর এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আদনান আল রাজিব।

এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি-সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh