বিনোদন রিপোর্টার
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পিএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রুবেল। রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। অক্টোবরের প্রথম সপ্তাহে রাফী জানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র কথা। আনুষ্ঠানিকভাবে সেদিন সংবাদ সম্মেলনে জানান, এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রুবেল।
মঙ্গলবার সন্ধ্যায় ‘ব্ল্যাক মানি’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। ১ মিনিট ২৯ সেকেন্ডের সেই ফার্স্ট লুকে রুবেলকে একেবারে নতুনরূপে দেখা গেছে। ফার্স্ট লুকে পরিচালক রায়হান রাফি জানান দিয়েছেন, কালোটাকার দাপটের গল্প ‘ব্ল্যাক মানি’ সিরিজে উঠে এসেছে।
সিরিজের ফার্স্ট লুকে পিস্তল হাতে চিত্রনায়ক রুবেল ও গ্ল্যামারাস লুকে দেখা গেছে পূজা চেরীকে। ফার্স্টলুক ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লেখে, ‘কালোটাকা/বড় বড় ফাঁদ।’
রুবেল ছাড়াও এই সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। আরও আছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।
‘ব্ল্যাক মানি’ সিরিজের নামকরণের বিষয়ে রাফী বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে বড় সমস্যা হলো ব্ল্যাক মানি। আমরা অনেক দিন ধরেই শুনছি কালোটাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কাজ অনেক দিন হলো কাজ করা ইচ্ছে ছিল। এর আগে আমি সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়েছি কিন্তু ওয়েব সিরিজ বানাইনি। তাই মনে হয়েছে জীবনের প্রথম ওয়েব সিরিজ এমন একটি কনটেন্ট দিয়েই শুরু করি। এ ছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি। যার নাম দেখেই দর্শক কিছুটা বুঝতে পারছেন।’ ছয় পর্বের এই ওয়েব সিরিজের প্রচার শিগগিরই শুরু হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রুবেল পূজা চেরী ব্ল্যাক মানি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh