বিনোদন রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পিএম
জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গত কয়েক বছর অভিনয়ের চেয়ে উপস্থাপনায় তাকে বেশি দেখা গেছে। অনুষ্ঠানে আগত অতিথিদের নানা ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি তিনি স্বৈরাচার সরকারের চাটুকারিদের একজন বলেও অনেকে মন্তব্য করেন।
দিঠি আনোয়ার
এবার জয়কে নিয়ে মুখ খুললেন তার ফুফাতো বোন সংগীতশিল্পী দিঠি
আনোয়ার। প্রয়াত গীতিকার পরিচালক, প্রযোজক ও রচয়িতা গাজী মাজহারুলের মেয়ে দিঠি। সম্প্রতি
একটি টকশোতে এসে দিঠি বলেন, ‘আমি এবং জয় বন্ধুর মতোই বড় হয়েছি। তার বিতর্কিত কাজের
জন্য একদিন বলেছি ‘তুই আমাদের বংশের কলঙ্ক। ও আমাদের কাজিন হয় অনেক জায়গায় এটি বলতে
সংকোচবোধ করতাম।’
তিনি আরও বলেন, ‘শেষ সময়ে এসে জয় আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহন করতো না। আমি একদিন তাকে ফোন করে জানতে চাইলাম কেন আসে না। তখন সে বলে, আসলেই তো সবাই আমাকে নিয়ে সমালোচনা শুরু করবে। আমি এ ধরনের অনুষ্ঠান করে ইনকাম করছি। আমার আয় হচ্ছে। আমার কাছে এখন এটাই বেশি গুরুত্বপূর্ন’।
দিঠি জয়ের চাটুকারীতা নিয়েও কথা বলেন। তার ভাষ্য, ‘শিল্পীদের
এমন কিছু করা ঠিক না। যার জন্য তাকে পালিয়ে বেড়াতে হয়। জয় যদি তেমন কাজ না করতো তাহলে
তাকে দেশ ছেড়ে যেতে হতো না।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh