বিনোদন রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান।
এদিকে শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে অভিনেতাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা দীপু হাজরা।
জানা যায়, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়ায় মুশফিকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
চিকিৎসকের বরাত দিয়ে নির্মাতা দীপু হাজরা জানান, বড় ধরনের বিপদ এড়াতে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তার চিকিৎসা চলছে। এখন তার অবস্থা অনেকটা ভালো। দুই এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh