প্রায় ৫০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে ভিকি কৌশল অভিনীত ছাবা। এই ছবি যে অভিনেতার কামব্যাক ছবি সেটা বলাই যায়। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে রীতিমত তাক লাগিয়েছেন তিনি। ১৮তম দিনে বক্স অফিসে কত আয় করল ছাবা?
মুক্তির পর ১৮তম দিনে এসে খানিকটা গতি শ্লথ হলেও এখনো যে বেশ চুটিয়ে ব্যবসা করবে এই ছবি সেই ইঙ্গিত কিন্তু দিয়েছে। তবে এই প্রথম ১০ কোটির নিচে নামল ছাবার আয়। তৃতীয় সোমবার, ৩ মার্চ বক্স অফিসে ভিকি কৌশলের এই ছবিটি ৮ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৬৭ কোটি ২৫ লাখ টাকায়।
প্রথম সপ্তাহে ছাবা দেশের বাজারে ২১৯ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যাটা কিছু কমে দাঁড়ায় ১৮০ কোটি ২৫ লাখ টাকায়। তৃতীয় শুক্রবার ১৩ কোটি টাকা আয় করেছে ভিকির ছবি। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২২ কোটি টাকা।
তৃতীয় রোববার, ভারত নিউজিল্যান্ডের ম্যাচের মাঝেও ছাবা বক্স অফিসে ২৪ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে ছবিটি।
বিশ্বজুড়ে ১৭ দিনে ভিকি কৌশলের ছাবা ৬২৫ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২৫ সালের এখনো পর্যন্ত প্রথম ছবি এটি যেটা দ্রুত গতিতে ৬০০ কোটির গণ্ডি টপকে গেল।
রশ্মিকা মন্দানা
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তার স্ত্রীর চরিত্রে আছেন রশমিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh