ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। রূপ আর অভিনয় নৈপুণ্য দিয়ে একটা সময় দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারলেও সেটি ধরে রাখতে পারেননি তিনি। ব্যক্তিগত জীবনের এক অপ্রত্যাশিত ঘটনায় ধস নেমে আসে অভিনেত্রির ক্যারিয়ারে। এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন প্রভা। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। এসময় তিনি মিডিয়ার সিন্ডিকেটের বিষয়েও কথা বলেছেন।
প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সঙ্গে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।’
বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh