৭ মাস পর কবর থেকে উত্তোলন করা হলো আলামিনের মরদেহ। আলামিন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে পরিচিত। তিনি গত ১৯ জুলাই ঢাকা উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ তোলা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ উত্তোলন করা হয়।
পরিবারের বরাতে জানা গেছে, ১৯ জুলাই ঢাকার উত্তরায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আলামিন। তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে দাফন করা হয়। তবে, ঘটনার পর ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন হয়েছিল।
চার মাস পর, ২০ ডিসেম্বর নিহত আলামিনের বড় ভাই বাদল খলিফা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে, এবার আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, "ময়নাতদন্তের জন্য ৭ মাস পর মরদেহ উত্তোলন করা হয়েছে এবং তা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।" কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইব্রাহীম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh