হাসপাতালে চিত্রনায়ক জাভেদ

ক্যান্সারে আক্রান্ত বাংলা সিনেমার সোনালী দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। বুধবার দুপুরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে অভিনেতা ক্যান্সারের পাশাপাশি হার্টের সমস্যায়ও ভুগছেন বলে জানা যায়। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

নায়ক জাভেদের স্ত্রী ডলি চৌধুরীর বরাত দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনিবার্হী সদস্য সনি রহমান বলেন, ‘নায়ক জাভেদ বেশ আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতে নিয়ে যাওয়া হয়। জাভেদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।’

নায়ক জাভেদের আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’।

উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাভেদের। ছবিটি ১৯৬৪ সালে মুক্তি পায়। তবে চাহিদা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ ছবির মাধ্যমে। এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা।

এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত তিনি সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh