দেশে টানা দাবদাহের মধ্যে বৃষ্টির সুখবর দিলেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি এক পূর্বাভাসে আজ বুধবার (১৯ এপ্রিল) বলেছেন, ‘বুধবার সন্ধ্যা ৭টার পর থেকে মধ্য রাত্রির মধ্যবর্তী সময়ে নীলফামারী (ডোমার, ডিমলা, জলঢাকা উপজেলা), লালমনির হাট, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ’
তিনি বলেন, রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টি সম্ভাবনা কম থাকলেও সিলেট বিভাগের জেলাগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে আবহাওয়ার এক পূর্বাভাসে মোস্তফা কামাল পলাশ ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর অঞ্চলের নিচু এলাকাগুলোতে সব ধান ২৫ এপ্রিলের মধ্যে কেটে ফেলার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
তখন তিনি বলেছিলেন, এপ্রিলের ২৩ তারিখ থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের পাহাড়ি এলাকায় ১০ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর এলাকায় পাহাড়ি ঢল নামার প্রবল সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে মে মাসের ১০ তারিখের মধ্যে ২টি শক্তিশালি পশ্চিমা লঘু চাপ বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে অতিক্রম করবে যার কারণে শক্তিশালী কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
মোস্তফা কামাল পলাশ কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক। ইতোমধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে তার পূর্বাভাস প্রায় শতভাগ বাস্তবে পরিণত হয়েছে। আবহাওয়া বিষয়ে পূর্বাভাস দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দাবদাহ বৃষ্টি বাংলাদেশ আবহাওয়া মোস্তফা কামাল পলাশ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh