পদত্যাগ করলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান পদত্যাগ করেছেন।

আজ সোমবার (১৯ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে মো. আজিজুর রহমান বলেন, ‘আমি মো. আজিজুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ হতে অদ্য ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

অতএব, মহোদয় সমীপে বিনীত আর্জি আমার পদত্যাগপত্র গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদধারীদের পদত্যাগের হিড়িক পড়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //