একাংগি

একাংগি বা ভুঁই চম্পা (Kaempferia galanga) এটি Zingiberaceae পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ।

পরিচিতি: আদাগোত্রীয় ভেষজ বীরূৎ। প্রাচীনকাল থেকে কন্দ ভেষজরূপে ব্যবহৃত হয়ে আসছে। পার্বত্য চট্টগ্রামের চাকমা উপজাতিসহ বিশ্বের অনেক আদিবাসিগণ রান্না সুঘ্রাণ করতে একাংগি বনৌষধি হিসেবে ব্যবহার করে। কাণ্ডবিহীন ছোট কন্দজাতীয় উদ্ভিদ। পাতা ৮-১২ সেন্টিমিটার লম্বা ও ৫-৬ সেন্টিমিটার চওড়া, প্রান্ত ঢেউখেলানো, প্রায়শ মাটির সঙ্গে আনুভূমিক অবস্থায় থাকে। ফুল ২ সেন্টিমিটার লম্বা ও ১ সেন্টিমিটার চওড়া। ফুল-ফল ধারণ: জুন-জুলাই।

আবাসস্থল: অরণ্যতলের ছায়াযুক্ত স্থান।

অভ্যন্তরীণ বিস্তৃতি: ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, শেরপুর, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যায়। মাগুরা জেলায় ব্যাপকভাবে আবাদ করা হয়।

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: বনৌষধটি রান্না-বান্না সুগন্ধি করতে ও প্রসাধনে ব্যবহৃত হয়। পাতা, কাপড়-চোপড় ও কাণ্ড পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা ও ট্যালকম পাউডার সুগন্ধি করতে ব্যবহৃত হয়।

বহির্বিশ্বে বিস্তৃতি: ভারত, চীন, শ্রীলঙ্কা ও মালয় উপদ্বীপ অঞ্চলগুলো বিস্তৃত।

বংশবিস্তার: কন্দ দ্বারা।

বর্তমান অবস্থা: সংকটাপন্ন প্রজাতির বীরূৎ।

সংরক্ষণ প্রস্তাবনা: চাষাবাদ বৃদ্ধি ও সংরক্ষণ জরুরি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh