ওবেরনিয়া

ওবেরনিয়া একটি ছোট আকারের বৃক্ষ। 

পরিচিতি: ছোট আকারের পরাশ্রয়ী বীরুৎ। সাধারণত বৃক্ষে জন্মে, ১০-১২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পাতা একান্তর, তরবারিসদৃশ, অগ্রভাগ তীক্ষ্ণ, ২-৩ সেন্টিমিটার। মঞ্জরী, বিড়াল লেজাকৃতি, চারপাশে ফুল ধরে। পাপড়ি তুরপুনের মতো। ফল ক্যাপসিউল। ফুল-ফল ধারণ: রেকর্ডভুক্ত নয়।

আবাসস্থল: সমুদ্র সমতল থেকে এক কিলোমিটার উচ্চতা পর্যন্ত।

অভ্যন্তরীণ বিস্তৃতি: সিলেট জেলার চিরহরিৎ বন-জঙ্গলের বয়সী গাছের কাণ্ডে জন্মাতে দেখা যায়।

বহির্বিশ্বে বিস্তৃতি: ভারতের পূর্বাঞ্চলের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য।

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: শোভাবর্ধক হিসেবে গুরুত্ব বহনকারী।

বংশবিস্তার: মূলাকার কাণ্ড কর্তনের মাধ্যমে।

বর্তমান অবস্থা: সংকটাপন্ন প্রজাতি।

সংরক্ষণ প্রস্তাবনা: ইন-সিটু ও এক্স-সিটু পদ্ধতিতে সংরক্ষণ প্রয়োজন।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh