লতানো উদ্ভিদ ওয়াকমি

ওয়াকমি এক প্রকার লতানো উদ্ভিদ। চিরসবুজ পাহাড়ি বন ও কখনো কখনো জঙ্গলের বাইরে, অগভীর বনে দেখা পাওয়া যায়।

পরিচিতি: বর্ষজীবী থেকে বহু বর্ষজীবী লতানো উদ্ভিদ। কাণ্ড কচি অবস্থায় রোমশ, পরবর্তীতে মসৃণ। পাতা যৌগিক, পত্রফলক ৭-১০ সেন্টিমিটার লম্বা এবং ৪-৮ সেন্টিমিটার চওড়া। মঞ্জরিদণ্ড বেশ দীর্ঘ, ১৫-২৫ সেন্টিমিটার। ফুল কালচে বেগুনি, ২-৪ সেন্টিমিটার। ফলাধার ৫-১০ সেন্টিমিটার, গোলাকার, ব্যাস প্রায় ১ সেন্টিমিটার। বীজ ক্ষুদ্রাকৃতির, বাদামি। 

ফুল-ফল ধারণ: জানুয়ারি-মে।

আবাসস্থল: চিরসবুজ পাহাড়ি বন। কখনো কখনো জঙ্গলের বাইরে, অগভীর বন।

বহির্বিশ্বে বিস্তৃতি: ভারত, ভুটান ও মিয়ানমার।

অভ্যন্তরীণ বিস্তৃতি: চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় দেখা যায়। 

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: ফলের রোম কৃমিনাশক। বীজ শক্তিবর্ধনকারী ও কামোদ্দীপক।

বংশবিস্তার: বীজ দ্বারা।

বর্তমান অবস্থা: কিছুটা বিপদাপন্ন।

সংরক্ষণ প্রস্তাবনা: বিস্তার ঘটানো যেতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh